প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ১২:০৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ সদরের ভাবখালী এলাকায় ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পে ব্যবহৃত ড্রেজার থেকে ইঞ্জিন, যন্ত্রাংশসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চাঁদা হিসেবে দাবীকৃত ১ কোটি টাকা না দেওয়ায় এই হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ড্রেজার পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারী আহাদ জানান, ভোররাতে অন্তত ২০–২৫টি ট্রলারে করে ২০০–২৫০ জন দেশীয় অস্ত্রধারী লোক এসে তাকে জিম্মি করে। “ওরা প্রথমে আমার গলায় ছুরি ধরে মোবাইল ফোন নিয়ে যায়। তারপর দলবেঁধে ড্রেজারের ইঞ্জিন, যন্ত্রাংশ আর অন্যান্য মালামাল খুলে নিজেদের ট্রলারে তোলে নিয়ে যায়।

প্রকল্পের ম্যানেজার মো. দিদারুল ইসলাম মৃধা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মো. হারেস, হাসিবুল মুন্সি ও বাবুলসহ একটি চক্র ১ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলো এবং কাজেও বাধা সৃষ্টি করছিলো। “বিষয়টি নিয়ে বহুবার সমঝোতার চেষ্টা করলেও তারা চাঁদার দাবিতে অনড় ছিলো। চাঁদা না দেওয়ায় আজ ভোরে ২–৩ শ’ লোক এসে ফিল্মি স্টাইলে সব লুট করে নিয়ে গেছে।

এ ঘটনার বিষয়ে জানতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সরকারী মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ঘটনাটি পরিকল্পিত ও সংঘবদ্ধ একটি চক্রের কাজ। পুলিশ তদন্তের মাধ্যমে মূল হোতাদের দ্রুত গ্রেফতার করবে—এমন প্রত্যাশা করছেন তারা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন