প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ । ৮:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটবল আমাদের আবহমান বাংলার জনপ্রিয় খেলা : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ফুটবল আমাদের আবহমান বাংলার জনপ্রিয় খেলা। খেলাধূলা শুধু মন-শরীর ভালো রাখে না, বরং নেতৃত্বগুণ, ভ্রাতৃত্ববোধসহ আদর্শ মানুষ গঠনে সহায়তা করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়ানো ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশীয় খেলাধুলার ঐতিহ্য ধরে রাখা এবং এখান থেকে আন্তর্জাতিকমানের ফুটবলার তৈরি করা। যদি প্রতিযোগিতা অব্যাহত থাকে, তাহলে এখানকার কলেজগুলো থেকেই বেরিয়ে আসবে একেকজন হামজা, একেকজন সুমিত সাহা। আমরা চাই, তোমরা এখান থেকে ভালো খেলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এ টুর্নামেন্ট থেকেই খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে গড়ে উঠবে। এখান থেকে যে ক্রীড়ামোদী খেলোয়াড় তৈরি হবে, তারা আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহ জেলা তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা চাই, আপনারা মাঠে আরও বেশি সময় কাটান। মাদকমুক্ত সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ দেহ ও সুস্থ মনের বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন। তিনি বলেন, “সুন্দর ও মনোরম পরিবেশে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা আনন্দিত। এখান থেকে সেরা দুটি দল বিভাগীয় পর্যায়ে খেলবে, পরে জাতীয় পর্যায়ে অংশ নেবে। কলেজ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে যোগ্য খেলোয়াড়দের সুযোগ দিয়ে ময়মনসিংহের সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ কমার্স কলেজ ও আব্দুর রহমান কলেজ। টানটান উত্তেজনায় ভরা ৬০ মিনিটের খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪—২ গোলে জয় নিশ্চিত করে ময়মনসিংহ কমার্স কলেজ।

এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, কলেজের শিক্ষক—শিক্ষার্থী, দুই দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়াপ্রেমী দর্শক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিয়েছে। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন