ময়মনসিংহ নগরীর ধোপাখোলা চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেনের নির্দেশে এসআই মোঃ সোহেল রানা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মানিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির টিম অভিযান পরিচালনা করলে মানিক মিয়ার থেকে হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে এসআই সোহেল রানা বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি।।