ময়মনসিংহের পাটগুদাম ব্রিজমোড়ে রিজওয়ান জাহান খান রিয়াদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে সর্বস্তরের সচেতন জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা রিয়াদের হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও নৃশংস বলে উল্লেখ করেন এবং জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, দিনের পর দিন এলাকায় এমন অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে, আর এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
স্থানীয়রা জানান, রিজওয়ান জাহান খান রিয়াদের মতো শান্ত, ভদ্র ও সদালাপী যুবককে এভাবে হত্যা করা পুরো এলাকাকে শোকাহত করেছে।
মানববন্ধনে রিয়াদের পরিবারেও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের চোখে মুখে শোক, ক্ষোভ ও বিচারের আকুতি প্রকাশ পায়।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, প্রকৃত অপরাধীদের সনাক্তকরে শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ময়মনসিংহ সদর সার্কেল সোহরাওয়ার্দী ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম উপস্থিত হয়ে রিয়াদ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে একজনকে সনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক।।