নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুরে উপজেলার দি চাইল্ড লার্নিং হোমস এর ৫ম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলাম। অন্যদের মাঝে আলোচনা করেন, প্রধান শিক্ষক পুষণ সাহা, সিনিয়র শিক্ষক আছমা আক্তার, জিয়াউল হক শুভ সহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, এই বিদ্যালায়টি ২০২৫ সাল থেকে অত্র উপজেলায় সুনামের সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এখানে থেকে শিক্ষা নিয়ে অনেক ছাত্র – ছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। শুধু তাই নয় অনেক শিক্ষার্থী সমাজের বিভিন্ন ভালো কর্মকান্ডে লিপ্ত রয়েছে। আমি তোমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে বলি না আমি চাই তোমরা মানুষের মতো মানুষ হও।
বক্তব্য শেষে বিদায়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।