নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে একত্রিত হন বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা। ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটির’ আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে যোগ দেন ৬১টি নারী সংগঠনের নেত্রী ও কর্মীরা।
দিনব্যাপী আয়োজনে নারী নির্যাতন, যৌন সহিংসতা, বিচারহীনতা ও নারীর নিরাপত্তাহীনতার বিরুদ্ধে নানা সাংস্কৃতিক ও প্রতীকী প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সমাবেশে ব্র্যাক পপুলার থিয়েটার নারী নির্যাতনের বাস্তবতা তুলে ধরে একটি প্রতিবাদী নাটক মঞ্চস্থ করেন। নাটকে সহিংসতার চিত্র, সামাজিক প্রতিবন্ধকতা ও নারীর ন্যায়বিচারের সংগ্রাম তুলে ধরা হয়।
সমাবেশে নৃত্য শিল্পীরা পরিবেশন করেন প্রতিবাদী নৃত্য, যার মাধ্যমে নারী জীবনের সংগ্রাম, শক্তি ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হয়। দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
সন্ধ্যায় ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি’ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা নারী নিপীড়ন বন্ধ, দোষীদের বিচারের আওতায় আনা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আয়োজকেরা বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই সমাজে সচেতনতা বাড়াতে এবং নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত জরুরি।
দেশব্যাপী দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হলেও জাতীয় সংসদ ভবনের সামনে এই প্রতীকী প্রতিবাদ সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে।

নাজমুল হাসান।।