প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেব : দুদক চেয়ারম্যান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, যে কেউ দুদকের তদন্ত বা অনুসন্ধানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তার নাম ভবিষ্যতে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

দুদকে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। ছবি- সংগৃহীত

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন