প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৭:৪৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে জিএমপি নিরপেক্ষ ভূমিকা পালন করবে : কমিশনার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

গাজীপুরে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) হেডকোয়ার্টারের কনফারেন্সরুমে এ সভা হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে জিএমপি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এছাড়াও অপরাধ দমন, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং কমিয়ে আনার বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় স্থানীয় সাংবাদিকরা পুলিশের বিভিন্ন কার্যক্রম, জনগণের ভোগান্তি, অসহযোগিতা এবং থানা পর্যায়ের সেবার মান আরও উন্নত করার সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে সড়কে যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন