প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ১:০৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ডাকসুর সদস্য, রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপের মামলায় গ্রেপ্তা‌র ৪

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

বিষয়টি শনিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, হামলার পরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানের মাধ্যমেই ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট চার দুষ্কৃতিকারীকে শনাক্ত করে গ্রেপ্তা‌র করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তা‌র হওয়া ব্যক্তিরা হলেন— আকুয়া বোটঘর এলাকার আরিফ (৩০) নগরীর কেওয়াটখালি এলাকার মো. মাসুদ রানা (৪৫), বিপুল (২১) এবং আকুয়া ওয়ারলেস এলাকার মো. রাজন (১৯)।

পুলিশ জানায় এ ঘটনায় অজ্ঞাতনামা আরও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বাকি আসামিদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এর আগে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাফিয়ার বাসার মূল গেটে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন