প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ । ৩:০১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে আমন ধান সংগ্রহ অভিযান শুরু : উদ্বোধন করেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সারাদেশের ন্যায় ময়মনসিংহে ২০২৫-২৬ আমন মৌসুমে ধান – চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ময়মনসিংহ খাদ‍্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য সংগ্রক্ষণাগার ( সিএসডি),তে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ময়মনসিংহ জেলা খাদ‍্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক, ময়মনসিংহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কারিগরি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সদর,ময়মনসিংহ, ব‍্যবস্থাপক, ময়মনসিংহ সিএসডিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ধান সংগ্রহ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সরকারের নির্দেশ মোতাবেক সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম জানান- সরকার এবার কেজিপ্রতি ৩৯ টাকায় ধান এবং ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে। তিনি বলেছেন, আমন সংগ্রহ শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, তাই আগে ভাগেই সংগ্রহ শেষ করা হবে।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম
আরও বলেন, সরকারী নির্দেশ মোতাবেক আমন ধান বেশি পরিমাণে কেনা হবে। ধান ও চালের মধ্যে আগে সংগ্রহের ক্ষেত্রে আনুপাতিক হারে ব্যবধান থাকতো। এবার তা হবে না, যা কৃষকদের উৎসাহিত করছে বলে জানিয়ে তিনি বলেছেন, বৃহস্পতিবার থেকে আমন মৌসুমের ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আশরাফুল আলম বলেন, নির্বাচনের আগে আমাদের লক্ষ্যমাত্রার প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য আমরা চেষ্টা করব। বর্তমান সরকার পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলোকে কমফোর্টেবল রেখে যাবে। এ ব্যাপারে আমরা সরকারের প্রতিশ্রুতি রক্ষা করতে কাজ করে যাবে ময়মনসিংহ খাদ‍্য বিভাগ।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশা পোষণ করে বলেন, যে পরিমান খাদ্য সংগ্রহের টার্গেট ময়মনসিংহকে দেওয়া হয়েছে আমরা তা পূরণ করবে পারব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন