টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা পালন ও জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) উদ্যোগে ত্রৈ-মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলায় দুপুর ১১ টায় ত্রৈ-মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জিত কুমার দে (ফান্ড)মনিটরিং অফিসার পারায়ন প্রকল্প অপরাজেয় বাংলাদেশ বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কর্মসূচির সাফল্য তুলে ধরেন।
গত তিন মাসে পারায়ন প্রকল্প কার্যক্রমের সাফল্য তোলে ধরেন পারায়ণ প্রকল্পের ময়মনসিংহের কর্মরত ফাহমিদা আক্তার খানম। তিনি বলেন আমরা গত মাসে এক হত দরিদ্র ধর্ষতিা পরিবারকে আইনি সহযোগিতা করেছি। সদর উপজেলার সিরতা ইউনিয়নের দরিদ্র পরিবার থেকে ৩৯ জন যুবক যুবতিদের থেকে বাছাই করে ৩০ জনকে গাভী পালনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষনের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবো।
আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণে পিছিয়ে পড়া অসহায় নারীদের একটি সমন্বিত ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ লিঙ্গ সমতা অর্জনকে তরান্বিত করা। সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
তাছাড়া সিইএফ সামাজিক সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে এবং সক্ষমতার সাথে জটিল সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা, অর্থপূর্ণ অ্যাডভোকেসি-সহ অন্যান্য কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দে সামনে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক।।