প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১১:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে ছয়টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধারের পর সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করে ঢাকা (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি ) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

সিটিটিসি সূত্র জানায়, রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ৬টি ককটেল উদ্ধার করে। জননিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর আড়াইটার দিকে দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ৬টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।

নিষ্ক্রিয় শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামতগুলো দারুস সালাম থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন