প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ । ৭:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়া এপি’র কার্যক্রমের গুনগতমান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ আয়োজনে(১৬-১৭)নভেম্বর দুইদিন ব্যাপি কার্যক্রমের গুনগতমান পর্যালোচনাওমূল্যায়ন বিষয়ক কর্মশালা২০২৫অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ীয়া এপি আয়োজনে প্লানিং এবংরিভিউ কর্মশালা ২০২৫ ফুলবাড়ীয়া উপজেলার সরকারী-বেসরকারি কর্মকর্তা বৃন্দ,শিক্ষক,ধমীয়ওসামাজিক নেতৃবৃন্দ,অভিভাবক,শিশুও যুব প্রতিনিধি,অন্যান্য উন্নয়ন সংস্থার অংশীজন অংশ গ্রহনে করেন।

ফুলবাড়ীয়াএপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-ইউএনডিসি,শিশু ফোরাম, ইউথ ফোরাম,শিশু কল্যাণ সোসাইটি, গ্রিন ভিশন এর সহযোগিতায় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশদুই দিন ব্যাপিকার্যক্রমের গুনগতমান পর্যালোচনা ওমূল্যায়ন বিষয়ক কর্মশালা২০২৫ফুলবাড়ীয়া উপজেলার১৩টি ইউনিয়নটি ১ পৌরসভায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বাস্তবায়ন ওমূল্যায়ন বিয়ষক কর্মশালায় ফুলবাড়ীয়া এপি ম্যানেজার নম্রতা হাউই সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন জামালপুর এপিসিও লাইভলীহুড ট্যাকনিক্যাল কো- অর্ডিনেটর ইফতেখার উদ্দিন আহমেদ কর্মশালায় সেশন পরিচালনা করেন মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ।ফুলবাড়ীয়া এপি’র কার্যক্রমের গুনগতমান পর্যালোচনাওমূল্যায়ন বিষয়ক কর্মশালায় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার শান্তনা রানী ঘোষ,ফ্লোরা মাংসাং,দীপারোলি দিও,রতন কুমার ভৌমিক,শান্তি দেবনাথ,খোকন রিছিল,ফারুক জেংসাম ফুলবাড়ীয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- ইউ এন ডিসি শিশুফোরাম,ইউথ ফোরাম, শিশু কল্যাণ সোসাইটি,গ্রিন ভিশন,স্টাফগন উপস্থিত ছিলেন।।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন