প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ । ৭:১১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের বন্দর ইজারা, প্রতিবাদে ময়মনসিংহে বাম জোট ও জাসদের বিক্ষোভ সমাবেশ

নাজমুল হাসান।।

চট্টগ্রামের লালদিয়ার চরে ডেনমার্কের কোম্পানিকে দিয়ে বন্দর নির্মাণ এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। তারা বলেন, বন্দর ও জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া কোনোভাবেই দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সমাবেশে বক্তব্য দেন সিপিবি ময়মনসিংহ জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ জাসদ নগর সাধারণ সম্পাদক ফারুক খান লিটন, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য অজিত দাস ও বাসদ নেতা তানজিল হোসেন মুনিম।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। সঞ্চালনা করেন সিপিবি নগর কমিটির সহ-সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল।

বক্তারা আরও বলেন, অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও জনগণকে অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি করে যাচ্ছে। কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আওয়ামী লীগ বিগত সময়ে জনগণকে অন্ধকারে রেখে অসংখ্য দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করেছে।
তারা আরও বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে জনগণের অন্যতম দাবি ছিল বৈষম্যমূলক চুক্তি প্রত্যাহার এবং সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠা—কিন্তু সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত এসব আকাঙ্ক্ষার পরিপন্থী।

পরিশেষে বক্তারা অবিলম্বে চট্টগ্রাম বন্দর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন—এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সারাদেশের জনগণকে নিয়ে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন