প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৩:৩১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতী সীমান্তবর্তী মাজাহারুলের বাড়ি থেকে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মহরম আলীর ছেলে মাজাহারুলের বসতবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়,মাদক বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়িতে চালানো তল্লাশিতে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন বলেন,মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন