প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ৮:৪৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুর সীমান্তবর্তী ঝিনাইগাতী থেকে ভারতীয় মালামাল জব্দ ১ জন আটক

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।।

সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতী থেকে বিজিবি’র অভিযানে আসামীসহ বিপুল পরিমান ভারতীয় মদ আটক।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গোমরা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪ নভেম্বর আনুমানিক রাত ২ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করেন সীমান্তরক্ষী বিজিবি,গোমড়া এলাকার শাহ জালালের পুত্র মোঃ আক্তার মিয়া (৩০)কে আটক করেন,তার কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং ০১টি Infinix মোবাইল পাওয়া যায়। আটককৃত মাদকদ্রব্য ও মোবাইলের সিজার মূল্য ৪,১৩,০০০/- (চার লক্ষ তেরো হাজার) টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন