প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ৩:৫৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক দুটি অভিযানে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার।।

ভালুকা থানার মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ বাবুল(৫০), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রহিমা খাতুন (৪৮) হত্যা মামলার আসামী মোঃ কাইয়ুম, জেলা-ময়মনসিংহ গ্রেফতার।

ঘটনা-১: সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ১২ নভেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ১৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সরকারী কলেজ এলাকা হতে ভালুকা থানার মাদক মামলা নং-৩৪(৯)১৭, প্রসেস নং-৩৮৩০/২৫ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ বাবুল(৫০), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর অভিযানে : এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মোঃ আব্দুল কুদ্দুস (৫৪), পিতা-মৃতঃ আবুল হোসেন, সাং-চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর সাথে ধৃত আসামী মোঃ কাইয়ুম, জেলা-ময়মনসিংহ সহ এজাহার নামীয় আসামীগনের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্তে বিরোধ চলে আসছে। ঘটনার ২/৩ দিন পূর্বে ধৃত আসামী সহ এজাহার নামীয় আসামীদের সুপারি চুরি হলে বাদীর ভাতিজা মোঃ আমিনুল ইসলাম (৩০)কে সন্দেহ করে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২১:৪৫ ঘটিকায় ধৃত আসামী সহ এজাহার নামীয় আসামীরা পূর্বপরিকল্পিতভাবে দেশী অস্ত্রে সজ্জিতে হয়ে বাদীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বাদীর ভাতিজা মোঃ আমিনুল ইসলাম এর নাম ধরে গালিগালাজ করতে থাকলে ভাতিজা এগিয়ে গেলে ভাতিজাকে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। বাদীর বোন রহিমা খাতুন (৪৮) দেখিতে পেয়ে এগিয়ে আসলে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নিলাফুলা জখম করে বুকে লাথি মারলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তারা বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে চলে যায়। বাদী তার ভাতিজা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বোন রহিমা খাতুন (৪৮) কে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় বাদী কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০২ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩০২/৫০৬(২)/৩২৫/১১৪ পেনাল কোড দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

একই কোম্পানীর অপর একটি আভিযানিক দল ১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ০৩:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর খরিচা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় আসামী মোঃ কাইয়ুম, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন