মাদারীপুর রাজৈর থানার মানবপাচার করতঃ নির্যাতনে অর্থ আদায় মামলার আসামী রুবেল ইসলাম (৩০) সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামী রুবেল ইসলাম(৩০), থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ ও এজাহার নামীয় আসামী মোঃ রাকিবুর রশিদ বাদীর পূর্ব পরিচিত হওয়ায় তাদের মাধ্যমে এজাহার নামীয় অন্যান্য আসামীদের সহযোগীতায় ধৃত আসামী বাদীর ছেলেকে ইতালীতে পাঠিয়ে দেওয়ার কথা বলে ২০,০০০০০/-(বিশ লক্ষ) টাকা গ্রহণ করে। গত ৩১ মার্চ ২০২৪খ্রিঃ তারিখ বাদীর ছেলেকে ঢাকায় নিয়া যায় এবং হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাধ্যমে পর্যায়ক্রমে প্রথমে দুবাই পরবর্তীতে দুবাই হতে ইতালী যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাঠিয়ে দেয়। লিবিয়ায় নেওয়ার পর এজাহার নামীয় আসামীরা বাদীর ছেলেকে ইতালী না পাঠিয়ে লিবিয়ায় থাকা মদদ পুষ্ট অজ্ঞাত মাফিয়া চক্রের সদস্যদের মাধ্যমে অজ্ঞাত স্থানে আটক রেখে নির্মমভাবে শারিরীক নির্যাতন করতঃ অর্থ আদায়ের লক্ষ্যে বাদীর নিকট নির্যাতনের ছবি ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে মুক্তিপণ হিসাবে ৮,০০,০০০০০/-(আট কোটি) টাকা দাবী করে। বাদী বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে এজাহার নামীয় আসামী মোঃ রাকিবুর রশিদ এর বিভিন্ন একাউন্টে ৯৯,৬৪,০০০/-(নিরানব্বই লক্ষ চৌষট্রি হাজার) টাকা প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী মাদারীপুর রাজৈর থানায় মানবপাচার মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-০৭ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭/৮/১০ রুজু হয়।
এরই ধারাবাহিকতায়,সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এবং র্যাব-১০, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১১ নভেম্বর ২০২৫খ্রি. রাত অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী রুবেল ইসলাম (৩০), থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।