প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ৬:০৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১২টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাশকতাকারীরা হেলমেট ও মাস্ক পরে হামলা চালাচ্ছে, যার ফলে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব ঘটনায় অনভিজ্ঞ বা অপ্রাপ্তবয়স্করাও ব্যবহার করা হচ্ছে।

তবে রাজধানীতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলে জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।

ডিএমপি কমিশনার আরও জানান, জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হচ্ছে, এবং বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন