প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ । ৭:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১০ নভেম্বর) ডিবির পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিবির বার্তায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও এতে সক্রিয় অংশগ্রহণের সাথে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ করা হয়নি।

গত রবিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এর ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মসূচি বানচাল করতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন