প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৮:১৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করলো নেত্রকোনা জেলা দল

নিজস্ব প্রতিবেদক।।
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ময়মনসিংহ আঞ্চলিক পর্বের (জোন-২) লীগ পদ্ধতির সপ্তম দিনের প্রথম খেলায় নেত্রকোনা জেলা নারী দলের ১১ নম্বর জার্সিধারী জেলির দুর্দান্ত পারফরম্যান্সে দলটি দাপুটে জয় পেয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেত্রকোনা জেলা নারী দল ৯-০ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা নারী দলকে। দলের পক্ষে এককভাবে ৯টি গোল করেন জেলি, যিনি এদিনের নায়কোচিত পারফরম্যান্সে দলকে ফাইনাল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিকেলে দিনের অপর ম্যাচে ঢাকা বনাম নারায়ণগঞ্জ জেলা নারী দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ১-১ গোলে ড্র হয়।
ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই ম্যাচে প্রাণবন্ত পরিবেশে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
৬০ মিনিটব্যাপী চার রাউন্ডে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলায় জেলিকে ‘ম্যাচসেরা খেলোয়াড়’ নির্বাচিত করা হয়।
এ সময় নেত্রকোনা জেলা দলের ম্যানেজার এ.টি.এম. এখলাছুর রহমান, কোচ এম.এ. কালামসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ময়মনসিংহ (জোন-২) ভেন্যুতে মোট পাঁচটি জেলা দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১০ নভেম্বর দুপুর ২টায় জেলা স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বনাম নেত্রকোনা জেলা নারী দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন