রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় গতকাল মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মোঃ মুন্না(২৯) এবং মোঃ রাসেল (৪২) নামক ২ জন অপরাধী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিলেন।
অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল, ২টি মোবাইল ফোন, নগদ ৮০ হাজার টাকা এবং অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকান্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

স্টাফ রিপোর্টার।।