ময়মনসিংহ: জাতীয় যুবশক্তি, কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুমোদনক্রমে অবশেষে ময়মনসিংহ জেলা শাখার ১ (এক) বছর মেয়াদী আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ০৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে (স্মারক নং: জাযুবশ/২০২৫/০১৪) কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে ফয়সাল ফারনিম (নান্দাইল)-কে আহবায়ক এবং আবদুল্লাহ আল মামুন ফরাজী (ময়মনসিংহ সদর)-কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা কমিটির নেতৃত্ববৃন্দ,নবগঠিত আহবায়ক কমিটিতে মোট ২১ জন নেতাকে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন:
আহবায়ক:ফয়সাল ফারনিম (নান্দাইল)
সিনিয়র যুগ্ম আহবায়ক: আবুল ফয়সাল হৃদয় (হালুয়াঘাট)
সদস্য সচিব: আবদুল্লাহ আল মামুন ফরাজী (ময়মনসিংহ সদর)
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: মেহেদী ইসলাম মাসুম (ময়মনসিংহ সদর)
এছাড়া, অনিক মিয়া, হামিদুক হক, সাহেব এ রাকাভ, আরিফ রহমান, মো: মিজানুর রহমান, হাসানুর রহমান সজিব, নুর মোহাম্মদ সিদ্দিক, আশরাফুল ইসলাম শুভ ও হাবিবুল্লাহ টুলু-কে যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুগ্ম সদস্য সচিব পদে যারা আছেন তারা হলেন: মমিনুল হক, আবু বাক্কার সিদ্দিক, ওয়াহাব ইসলাম, শামসুল হক সাফায়াত, মাহমুদুল হক মামুন, মো: রাজিব খান, জিহাদ হোসেন এবং মো: তাজুল ইসলাম।
যুবশক্তির ময়মনসিংহ আহবায়ক কমিটির আরও কয়েকজন হলেন যুগ্ম সদস্য সচিব এবং সংগঠকের তালিকাও প্রকাশ করা হয়। নেতৃত্বের মধ্যে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন খাদিমুল ইসলাম, লিখন শিকদার, আবদুল্লাহ আল জাকারিয়া নীরব ও মো: রাসেল আলী। এছাড়াও,মো: দেলোয়ার হোসেন (যুব সংগঠক), জাফর ইকবাল (সিনিয়র সংগঠক) সহ আরও ১৮ জন যুব সংগঠকের নাম প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে। এই সংগঠকেরা ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা কমিটির কাজের সমন্বয়ে যুক্ত থাকবেন।
সংগঠনের মন্তব্য
কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট যেঃ তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, নবগঠিত ময়মনসিংহ জেলা আহবায়ক কমিটি সংগঠনকে আরও গতিশীল করবে এবং যুবশক্তির আদর্শকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে। আগামী এক বছরের মধ্যে জেলা সম্মেলন আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েও কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক।।