প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ । ৭:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলির চমকে জয় পেলো নেত্রকোনা জেলা দল

ময়মনসিংহ প্রতিনিধি।।

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের (জোন-২) লীগ পদ্ধতিতে ৫ম দিনে নেত্রকোনা বনাম নারায়ণগঞ্জ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় নেত্রকোনা জেলা নারী দলের ১১ নং জার্সি খেলোয়াড় জেলির ২টি চমক গোলে জয় পেলো দলটি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে নারায়ণগঞ্জ দলকে ২-১ গোলে হারিয়েছে নেত্রকোনা জেলা নারী দল।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নারায়নগঞ্জের গোলরক্ষক ১ নং জার্সি আবিদা আক্তার। উভয় দলের মধ্যে ৪ রাউন্ডে নির্ধারিত ৬০ মিনিটে খেলাটি সম্পন্ন হয়। রোদেলা বিকেলে উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করতে মাঠে দর্শক ছিলো প্রাণবন্ত।

এসময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ তারিকউজ্জামান নান্নু, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন, নেত্রকোনা জেলা দলের ম্যানেজার এ.টি.এম এখলাছুর রহমান, কোচ এম.এ কালামসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে ময়মনসিংহ জোন-২ ভ্যেনুতে ৫ জেলা দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সমাপনী হবে আগামী ১০ নভেম্বর।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন