প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ১১:০১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটি মোহামেডান স্পোটিং ক্লাবের সপ্তম কাউন্সিলে জেবু সভাপতি, শফি সম্পাদক

মোহাম্মদ আজিজুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।।

বার্ষিক সাধারণ সভা ও সপ্তম কাউন্সিলে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে রাঙ্গামাটি পার্বত্য জেলা মোহামেডান স্পোটিং ক্লাবের সপ্তম পরিচালনা পর্ষদে

জয়নাল আবেদীন জেবু সভাপতি, এস এম শফিউল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

গত ০১-১০-২২ ইং সকালে রাঙামাটির হোটেল হিল জামান কাঠালতলীতে রাঙামাটি পার্বত্য জেলা মোহামেডান স্পোটিং ক্লাবের বার্ষিক সাধারণ  সভা (এজিএম) সভা ও সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সভা শুরু হয়।

সভায় রাঙ্গামাটি মোহামেডান স্পোটিং ক্লাবের ২০১৫ সাল থেকে ২০২২ আগষ্ঠ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম
জাহাঙ্গীর।

তাছাড়া ক্লাবের বিগত দিনের কার্যক্রম উল্লেখ সহ বিভিন্ন সাংগঠনিক আলোচনা করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন