প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৮:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি বাসায় না থাকা কর্মকর্তাদের অনলাইনে ‘না-দাবি সনদ’ সেবা চালু

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সরকারি আবাসনে বসবাস না করা কর্মকর্তাদের জন্য অনলাইনে ‘না-দাবি সনদ’ প্রদানের সেবা চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন অধিদপ্তর।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন প্রশাসন শাখার পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আবাসন অধিদপ্তরের আওতাধীন সরকারি বাসায় বসবাস করেননি এমন কর্মকর্তাদের অনুকূলে ‘না-দাবি সনদ’ প্রদানের প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে সেবাটি মাইগভ প্ল্যাটফর্মে (http://www.mygov.bd) চালু করা হয়েছে।

এতে আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন যেসব কর্মকর্তা সরকারি বাসায় বসবাস করেননি, তারা এখন থেকে মাইগভ প্ল্যাটফর্ম (http://www.mygov.bd) ব্যবহার করে অনলাইনে ‘না-দাবি সনদ’ গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতির জন্য জানানো হয় এবং এ সেবার বিষয়ে ব্যাপক প্রচার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করতে অনুরোধ করা হয়েছে।
সরকারি আবাসন অধিদপ্তর: লোগো সংগৃহীত

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন