প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৮:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিএনপি নেতার গণসংযোগে গুলি: অন্তবর্তী সরকারের নিন্দা

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েয়ে অন্তর্বর্তী সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে জানা গেছে যে, এরশাদ উল্লাহ এই হামলার লক্ষ্য ছিলেন না; দুর্ঘটনাবশত একটি গুলি এসে তার গায়ে লাগে। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা ও অধিকারের সুরক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারে কোনো প্রয়াস বাদ না থাকে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হয়। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছে— তারা যেন সংযম ও শান্তি বজায় রাখে এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সঙ্গত পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করে।

সরকার তার অংশ হিসেবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সারা দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন