প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ১০:৪৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এলএসটিডি প্রকল্পের আওতায় ময়মনসিংহে কৃষকদের মাঝে বীজধান সংরক্ষণের পাত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহের উদ্যোগে এলএসটিডি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে কৃষকদের মাঝে বীজধান সংরক্ষণের পাত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বীজধান সংরক্ষণের পাত্র বিতরণ করেন ব্রি স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহের কার্যালয় প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফছানা আনছারী।

আমন—২০২৫ মৌসুমে ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে উচ্চফলনশীল (উফশী) ব্রি ধান ১০৩ জাতের বাম্পার ফলন হয়েছে। যদিও মৌসুমের শেষ দিকে অসময়ে বৃষ্টির কারণে কিছু জমির ধান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবুও কৃষকরা সার্বিক ফলন নিয়ে অত্যন্ত আশাবাদী। বাজারে ব্রি ধান১০৩ জাতের বীজের অপ্রতুলতার কারণে অনেক সময় কৃষকদের উচ্চমূল্যে বীজ ক্রয় করতে হয় এবং পছন্দের বীজ প্রাপ্তিতে সমস্যায় পড়ে থাকেন। এই প্রতিকূলতা দূর করে কৃষকদের নিজস্ব বীজ সংরক্ষণে উৎসাহিত করার লক্ষ্যে “নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)” প্রকল্পের আওতায় একটি বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়।

এ উপলক্ষে কৃষকদের মাঝে ১২০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন প্লাস্টিকের ড্রাম বিতরণ করা হয়, যা বীজের গুণগত মান দীর্ঘদিন সংরক্ষিত রাখতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ মৌসুমে মানসম্মত বীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করবে। ব্রি স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহের কার্যালয় প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফছানা আনছারী জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা নিজস্ব বীজ সংরক্ষণে সক্ষম হবেন এবং পরবর্তী মৌসুমে উন্নত মানের বীজ ব্যবহার করতে পারবেন।

এই কার্যক্রমের মাধ্যমে কৃষকগণ বীজ সংরক্ষণে সচেতন হবেন এবং ভালো মানের বীজ ব্যবহারের মাধ্যমে ফলন বৃদ্ধি পাবে যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। প্রয়োজনে বীজ সংরক্ষণের সঠিক দিক নির্দেশনা ব্রি স্যাটেলাইট স্টেশন, ময়মনসিংহের কার্যালয় থেকে নিশ্চিত করা হবে। ব্রি স্যাটেলাইট স্টেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হুর—ই—ফেরদৌসী তাজিন সহ অন্যান্যদের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয় কৃষকরা ব্রি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জানান, আগে খোলা অবস্থায় বীজ রাখলে পোকামাকড় ও আদ্রতার কারণে ক্ষতি হতো, এখন এই পাত্র ব্যবহারে তারা অনেক উপকৃত হবেন। ব্রি কর্তৃপক্ষ জানিয়েছেন, মাঠপর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও উন্নত কৃষি প্রযুক্তি স¤প্রসারণের অংশ হিসেবেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন