রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
গ্রেফতারকৃতরা হলো : ১। বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০) ২। পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি (৫৭) ৩। ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন রাজিব (৩৮) ৪। ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার (১৯) ৫। আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ শামীম শেখ (৩২) ৬। টাঙ্গাইল জেলার ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব মুকুল (৪৬) ও ৭। যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (০৩ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম তুরাগ থানার তেতুলতলা নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে সাহাবুদ্দিন সাবুকে গ্ৰেফতার করে। একই বিভাগের অন্য এক অভিযানে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। সোমবার বিকাল আনুমানিক ০৫:১০ ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল উদ্দিন রাজিবকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল খন্দকারকে গ্রেফতার করে। সোমবার বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শেখকে গ্রেফতার করে।
অন্যদিকে মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় মোঃ আবু তালেব মুকুলকে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মিরপুর ১০ এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। একই তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাতজন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার।।