শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে বাংলাদেশ সরকার বেশ তৎপর রয়েছে। পূজারীরা যেনো নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচারাদি সুসম্পন্ন করতে পারে সে বিষয়ে প্রধান্য দিয়েই বিভিন্ন পূজা মণ্ডবে নেয়া হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনী। প্রশাসনের পাশাপাশি নজরদারি করছে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
গত ০৩ অক্টোবর’২২ সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শন করে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের নেতৃবৃন্দ।
জোটের সদস্য সচিব এড. আব্দুল মোতালেব লাল এর তত্ত্বাবধানে উপস্থিত সদস্যবৃন্দ শহরের দুর্গাবাড়ি মন্দির, শিববাড়ি মন্দির, দশভুজা মন্দির, আঠারোবাড়ি মন্দির, আমলা পাড়া মন্দির, কালী বাড়ি মন্দির সহ বেশক’টি পূজামণ্ডব পরিদর্শন করেন। এসময় আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মাসভা) সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শ্রী শংকর সাহা সহ বিভিন্ন মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের যুগ্ম আহ্বায়ক এড. এম এ কাশেম, লোকগবেষক শাহ সাইফুল আলম পান্নু, নাট্যব্যক্তিত্ব সাইফুল ইসলাম দুদু, নাট্যজন সাইফুল এহসান জহির, জোট সদস্য নাট্যশিল্পী মোঃ আবুল মনসুর, শাহনাজ গ্রীন, নৃত্যশিল্পী মাহিয়া অন্তী, নৃত্যশিল্পী জাকিয়া সম্পা, আমিরুল ইসলাম সাগর, ওমর ফারুক, নাট্যশিল্পী হাসিবুর রহমান তুষার প্রমুখ।