প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ঘোড়ার গাড়িতে শিক্ষক আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ সদরের ঐতিহ্যবাহী সাহেব কাচারী লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান ৩২ বছর ৪ মাসের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় অনুষ্ঠান।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন। বিদ্যালয় চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ, আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী নোমান ইবনে লতিফ ও সাইফুর রহমান সোহাগ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, হারুনুর রশিদ আসাদুজ্জামান রিপন, মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, মহসিন আলম, সহ আরও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

তারা বলেন, আনিসুর রহমান স্যার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণার আলো জ্বালিয়েছেন।

বিদায়ী শিক্ষক আনিসুর রহমান বলেন, এই বিদ্যালয় আমার গর্ব, আমার ভালোবাসা। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।

অনুষ্ঠানে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী মুহূর্তে পরিণত হয় প্রিয় শিক্ষকের বিদায়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন