ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা সম্প্রতি কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক। তারা নিজেদের ব্যানার দেখিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘রোড সেফটি সেমিনার’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গত ১৫-২০ দিন তো মিছিল হয়নি। যারা মিছিল করছে তারা বিভিন্ন শহর থেকে নাইট করতে আসে। কোনও এক জায়গায় দাঁড়ায়। ব্যানার পকেটে রাখে। হাফ মিনিট বা এক মিনিট ব্যানারটা একটু ভিডিও করে ফেইসবুকে দিয়ে দেয়। সবাই মনে করে একেবারে যে কি মিছিল টিছিল হয়ে গেল। সোশাল মিডিয়ার এই যুগে, সোশাল মিডিয়া এখন সো স্ট্রং। এখন কোথাও একটা কিছু হলে ভাইরাল হয়ে যাচ্ছে। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনও কারণ নেই।
তিনি বলেন, গত ১৭ বছরে বড় কোনও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমানে কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা পাননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। নির্বাচন সামনে, পুলিশ তার দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে।
ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, নভেম্বরের শেষ দিকে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে। এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫ থেকে ৪০, তারাও জীবনে কখনও ভোট দেয়নি। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক।
সাজ্জাদ আলী বলেন, পুলিশের অনেক সদস্যই নির্বাচনের দায়িত্ব কীভাবে পালন করতে হয় জানেন না বলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ চলছে। শতভাগ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।