প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ । ৬:০০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর শুক্রাবাদ এলাকায় যৌথ অভিযান: ৪ টি পিস্তলসহ আটক ১

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর শুক্রাবাদ এলাকায় বুধবার রাত আনুমানিক ৯টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ অস্ত্র সরবরাহকারী নুর উদ্দিন আহমেদ ওরফে ডেন্টাল সজল’কে ৪টি পিস্তল, ৫টি ওয়াকি টকি সেট এবং দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন