প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৫:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে শিশু ধর্ষন চেষ্টার সন্দেহে তর্কবির্তক, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শিশু ধর্ষন চেষ্টার সন্দেহে তর্কবিতর্কের জের ধরে ফুলবলী রবিদাস (৬৫) নামের এক বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবুয়া রবিদাস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারীর মৃত্যু হয়।

এর আগে গত ১৯ অক্টোবর রাতে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় শিশু ধর্ষন চেষ্টার সন্দেহ থেকে দুই পক্ষের তর্কবিতর্কের জের ধরে ওই বৃদ্ধ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

নিহত নারী ফুলবলী রবিদাস স্থানীয় বাসিন্দা মহেষ চন্দ্র রবিদাসের স্ত্রী।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ৪ থেকে ৫ বছর বয়সি এক শিশুকে আবুয়া রবিদাস ধর্ষনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠে। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবির্তকে বিরোধের সৃষ্টি হলে ওই শিশুর দাদি ফুলবাসী রবিদাসকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আটক হওয়ায় আবুয়া রবিদাস। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফুলবাসী রবিদাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুয়া রবিদাসকে (৪০) আটক করা হয়েছে। এনিয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মূলত শিশু ধর্ষন চেষ্টার সন্দেহ থেকে সৃষ্ট বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন