ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনগণ।
ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যার পর আসাদ মার্কেটের দোতলায় অবস্থিত আসাদ হোটেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ নম্বর ওয়ার্ডের ভার্সিটি এলাকার কিশোরী বয়স আনুমানিক ১৬ বছর, তাকে প্রলোভন দেখিয়ে ওই হোটেলে নিয়ে যায় হুমায়ুন। পরে হোটেলের দোতলায় কক্ষে মেয়েটিকে ধর্ষণ করে।
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হুমায়ুনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন ধর্ষণের কথা শিকার করছেন।

নিজস্ব প্রতিবেদক।।