প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ । ১২:১৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবকের  মৃত্যু

ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পানির মোটরের সংযোগ ক্যাবল সরানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার সকাল দুপুরে ১২টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের মৌহাতলা নামাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলাম ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম পাশের বাড়ির পুকুরে পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ ক্যাবল সরানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন