প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ১০:১০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়া এপি শিশু অধিকার সপ্তাহ” উদযাপন

মো. হেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া (ময়মনসিংহ)।।

ফুলবাড়ীয়া এপির ৭ টি পিএফএ তে উদযাপিত হয়েছে “শিশু অধিকার সপ্তাহ ২০২৫”।”শিশুর কথা শুনব আজ,শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা পিএফএ প্রোগ্রাম অফিসার পৌরসভা পিএফএ যুব ফোরামের সভাপতি কানিজ ফাতেমা রিংকু বলেন,একটা সপ্তাহ বা দিবস আমাদের কে নতুন করে ভাবায়। আমরা সবসময় এসব নিয়ে কাজ করলেও এই শিশু অধিকার সপ্তাহ আমাদের আরো নতুন করে ভাবাচ্ছে শিশু অধিকার, শিশুদের নিরাপত্তার কথা।অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পৌরসভা প্রোগ্রাম অফিসার ফ্লোরেন্স ফ্লোরা মাঙ্গসাম, ফুলবাড়ীয়া সদর পিএফএ প্রোগ্রাম অফিসার শান্তানা রানী,কুশমাইল পিএফএ রুলি,বাকতা পিএফএ প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক,নাওগাও পিএফএ প্রোগ্রাম অফিসার খোকন রিটচিল, রাঙামাটিয়া পিএফএ প্রোগ্রাম অফিসার ফারুক জেংচাম,কালাদহ পিএফএ প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথনবক্তব্য রাখেন।

পৌরসভা পিএফএ তে চাইল্ড এন্ড প্রোটেকশন অফিসার তিতুস হার্চা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৪৭ জন সদস্য, যার মধ্যে ছিল ইমপ্যাক্ট প্লাস টিমের সদস্যবৃন্দ,এলএসবিই সদস্যবৃন্দ,শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ। যেখানে ছেলে ৭৭ জন, মেয়ে ১৫৯ ও ইউএনডিসি ৯ জন।অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দ চিএের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর অবস্থা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে যুক্ত ছিলেন পৌরসভা পিএফএ ৩ নং ওয়ার্ডের কমিউনিটি ফ্যাসিলিটেটর শামীম আরা বেগম, ইমপ্যাক্ট প্লাস ফ্যাসিলিটেটর সুজন দেবনাথ,আরসি ফ্যাসিলিটেটর আব্দুল মালেক।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন