প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ১১:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপির ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর বসিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বেলা ১২.৩০ ঘটিকায় রাজধানীর বসিলায় ডিএমপির বসিলা পুলিশ লাইনসে্ এই ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ড্রাইভিং ট্রেনিং স্কুলের নতুন ভবনের বিভিন্ন সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে প্রতিষ্ঠিত এই ড্রাইভিং ট্রেনিং স্কুল পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।
পরে ডিএমপি কমিশনার বসিলা পুলিশ লাইনসে্ একটি বৃক্ষ রোপণ করেন।

উক্ত অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন