প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ । ৪:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে এড্রা বাংলাদেশের আয়োজনে কৃষক প্রশিক্ষণ উদ্বোধন

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের গৌরীপুরে এড্রা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আয়োজনে বীজ উৎপাদন, বাছাই ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ অক্টোবর) সকালে গৌরীপুর পৌর এলাকার পূর্ব দাপুনিয়া প্রকল্প অফিসে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুতফুন নাহার।

এড্রা বাংলাদেশ গৌরীপুর শাখার সুপারভাইজার মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাবার উৎপাদনে সার ও বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অপরিপক্ক ফসল সংগ্রহ করা যাবে না। কোনো ফল যেন কৃত্রিমভাবে পাকানো না হয়।

উপজেলা কৃষি অফিসার বলেন, ভালো ফলনের পূর্ব শর্ত হলো ভালো বীজ। এজন্য সকলের উচিত ভালো বীজ উৎপাদন,বাছাই ও সংরক্ষণ সম্পর্কে সকলের স্পষ্ট ধারণা থাকা উচিত।

মোঃ এনামুল হক জানান, মোট তিনটি ব্যাচে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন কৃষককে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন