ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মেদনারটেক গ্রামের চাঞ্চল্যকর শারফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পাগলা মেদনারটেক ইউনিয়নের মোঃ মিজানুররহমানের ছেলে মোঃ অমিত ও মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মিজানুররহমান।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়। তিনি জানান, ১৮ জুলাই ২০২২ খ্রি. ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মেদনারটেক গ্রামের চাঞ্চল্যকর শারফুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরবর্তীতে র্যাব-১৪ এর একটি চৌকস দল মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব ও মামলার এজাহার পর্যালোচনা জানা যায়, মামলার বাদী মাহাবুল ইসলাম এবং বিবাদী মিজানুর রহমান ও মোঃ অমিত গং তাদের মধ্যে পাগলার মেদনারটেক গ্রামের ইউসুফ আলী প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে গত ১৮ জুলাই দুপুরে মৃত শারফুল ইসলাম এবং বাদীর স্ত্রীকে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে। এসময় মৃত শারফুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকলে কলেজে ভর্তি করা হয়। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
এব্যাপারে ভিকটিমের ভাই বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাগলা থানার মামলা নং- ০৯, তারিখ- ১৯/০৭/২০২২খ্রি, ধারা-১৪৩/ ৪৪৭/৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৫৪ /৩৮০/ ৫০৬/১১৪, সংযুক্ত ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। সোমবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার নিমিত্তে পাগলা থানায় হস্তান্তর করা হয়।