প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু সহ মালামাল আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে আটক হয়েছে বারো লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল। গতরাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে পৃথকভাবে এসব মালামাল জব্দ করেন বিজিবি।

ময়মনসিংহ ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের নামছাপাড়া, বেতলতী,নলকুড়া এবং শেরপুরের নালিতাবাড়ীর রঙ্গনপাড়া ও মায়াকাশি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় অভিযানে ভারতীয় গরু ৬ টি,জনসন বেবি লোশন ৬১৪ পিস, জিলেট ব্লেড ৫০ হাজার পিস এবং একটি মোটরসাইকেলসহ সর্বমোট ১২ লাখ ৫৭ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।

ময়মনসিংহ -শেরপুর সীমান্তে মাদক,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন