প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১:৩৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাইটস্ এন্ড ডিলাইটের কেকের প্রশংসায় করেন মেহ্জাবিন চৌধুরী”

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের সর্ববৃহৎ কাপড়ের প্রতিষ্ঠান মৌসুমি ফেব্রিক্স–এর নতুন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় তিন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও প্রার্থনা ফারদিন দিঘী। উক্ত অনুষ্ঠানের কেকটি প্রস্তুত করেন বাইটস এন্ড ডিলাইটের এর সত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা রুনা খন্দকার।

রুনার তৈরি কেকের প্রশংসা করেন মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, দিঘীসহ উপস্থিত সকল অতিথি।

চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরী বলেন, “নতুন উদ্যোক্তা হলেও কেকের টেস্ট ছিল একেবারেই প্রফেশনাল তাই বাইটস এণ্ড ডিলাইটের এর জন্য রইলো অনেক শুভকামনা।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম জানান, “সবাই যদি বাইটস এণ্ড ডিলাইটেরকে সাপোর্ট করে তবে রুনার মতো আরও অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠতে অনুপ্রাণিত হবে।”

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী বলেন তাদের কেইকের টেস্ট ও কোয়ালিটির মান এভাবেই ধরে রাখুক—এটাই প্রত্যাশা।

উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়িয়ে নেয় প্রতিষ্ঠানটি। এভাবে তাদের মান ধরে রাখতে পারলে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে এবং বাইটস এন্ড ডিলাইটের সুনাম ছড়িয়ে পড়বে ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন