প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকসু”র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাদকাসক্ত, মানসিক সমস্যা যুক্ত ও ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়। টিএসসির মেট্রো স্টেশনের নিচ থেকে কার্যক্রমের সূচনা করা হয়।

অভিযানের তত্ত্বাবধানে ছিলেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ক্যাম্পাসে আমরা লক্ষ্য করছি মাদকাসক্ত, মানসিকভাবে অসুস্থ এবং ভবঘুরেরা অবস্থান করছে। এদের উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। এর আগ পর্যন্ত এটি আমাদের স্বাভাবিক অভিযান। আজ আমরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে যেখানে এ ধরনের সমস্যা রয়েছে সেসব স্থানে অভিযান চালিয়ে সমাধান করব।

তিনি বলেন, মূলত বিশ্ববিদ্যালয়ের পেট্রোল টিম এই কাজটির দায়িত্ব পালন করে। তারা নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন