প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে ককটেল সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ রাকিব হোসেন (২৭) এবং ২। মাহাবুব (২০)

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন