প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় চেয়ারম্যান-মেম্বারদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ১১ সদস্যের অনাস্থা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি  সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন হয়। পরে চেয়ারম্যান ফজলুল হক মাখন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তাকে অনাস্থা দেওয়া ১১ জন মেম্বারকে আওয়ামী দোসর বলে উল্লেখ করেন।

সোমবার সকালে একটি কমিউনিটি সেন্টারে বাকতা ইউনিয়ন পরিষদের ১১ জন মেম্বার চেয়ারম্যান ফজলুল হক মাখনকে অনাস্থা দিয়ে সংবাদ সম্মেলন করেন।

ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, চেয়ারম্যান এককভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। তিনি ইউপি সদস্যদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। টিআর, কাবিখা, কাবিটা, বিভিন্ন রাস্তার প্রকল্পের কোন হিসাব নিয়ে তিনি কোন আলোচনা করেন না। সকল সদস্যের স্বাক্ষর জাল করে তার ভাগিনা শাকিলকে দিয়ে ভুয়া রেজুলেশন তৈরী করে চেয়ারম্যান অনিয়ম করে টাকা আত্মসাত করে আসছেন।

এ সময় জানানো হয়, চেয়ারম্যানকে অনাস্থার লিখিত অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়, ময়মনসিংহ জেলা প্রশাসক, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিয়েছেন ও দুর্নীতিদমন কমিশনে চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বিষয়ে তদন্তের জন্য অভিযোগ জমা দিয়েছেন।

চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে তার সঙ্গে ৪ নং ওয়ার্ডের বিল্লাল হোসেন নামে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, ৭ নং ওয়ার্ড মেম্বার সেলিম রেজা ২০২৪-২৫ অর্থ বছরে টিআর প্রকল্পের তিন লাখ টাকা প্রকল্পের প্রথম কিস্তির ১ লাখ ২০ হাজার টাকার কাজ করেন। দ্বিতীয় কিস্তির টাকা উত্তোলন করে এক টাকাও খরচ না করে আত্মসাৎ করেন।

প্রকল্পের কাজ না করে টাকা আত্নসাতের কোন সুযোগ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান সঠিক কোনো উত্তর দিতে পারেননি।

এবিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা অভিযোগ করেছেন। ইউপি সদস্যেদের ডাকা হয়েছে। আলেচনা করে আরও বিস্তারিত জানব। পরে বিভাগীয় কমিশনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন