ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উদ্যোগে ২০ সেপ্টেম্বর শান্তিবাগ উচ্চবিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এবং শান্তিবাগ কো-অপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও একটি উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা শিশুদের হাতে ক্রিকেট ব্যাট, বল, গ্লাভসসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। এরপর দুটি স্কুলের ছাত্রদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এডিসি এডমিন মতিঝিল জমাব রেজোয়ান আহম্মেদ, এডিসি ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস মাসুদ রানা, এডিসি সবুজবাগ জোন ফয়েজ ইকবাল, উভয় স্কুলের শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন । মতিঝিল বিভাগের এই উদ্যোগ স্থানীয় সম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।