প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে সদর কোম্পানি, র‌্যাব-১৪

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সিরাজ (৪৫) ও মোঃ টুলু মিয়া (৩০),সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.সন্ধ্যা অনুমান ১৮:৪৫ ঘটিকায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণি ৮(ক) ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৯(০৮)২২, জিআর নং-৩৮৫/২২, প্রসেস নং-৩৬১৯/২৩ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সিরাজ (৪৫), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে কোতোয়ালী থানাধীন বদরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২০:৪০ ঘটিকায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৪(১০)২২, জিআর নং-২৮৫২/২৫, প্রসেস নং-৩৬১৫/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ টুলু মিয়া (৩০), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে কোতোয়ালী থানাধীন বদরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন