রাজধানীর কোতয়ালী ও সূত্রাপুর থানা এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
কোতয়ালী ও সূত্রাপুর থানা সুত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযানে কোতয়ালী থানার রায় সাহেব বাজার মোড় থেকে শাখারি বাজার এবং সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া কোতয়ালী থানার কোর্ট স্ট্রিট এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালিত হয়।
ডিএমপি’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে এই অভিযানে কোতয়ালী ও সূত্রাপুর থানা পুলিশ, সদরঘাট এলাকার ট্রাফিক পুলিশ এবং পুলিশের পেট্রোল টিম সহায়তা প্রদান করে। অভিযানের সময় সড়কে অবৈধ দখলের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় অনেকে মালামাল ফেলে পালিয়ে যায়, যা পরে জব্দ করে বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে মোট পাঁচ ট্রাক মালামাল জব্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এই এলাকার মূল সড়কের বড় একটি অংশ অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যা পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই অভিযানের মাধ্যমে সড়কসমূহ অবৈধ দখলমুক্ত করা এবং জনসাধারণের চলাচল সহজ হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।