প্রকাশের সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২ । ২:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোর জেলায় এ বছর ৩৮৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

রিয়াজ হোসেন লিটু, নাটোর জেলা প্রতিনিধি।।

নাটোর জেলায় এ বছর ৩৮৫ টি পূজা মন্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব।

শনিবার সকালে প্রতিটি মন্দিরে ঘট বসিয়ে ষষ্ঠী পূজা শুরু করে পুরোহিতরা।

এ সময় ঢাকের বাদ্য, কাঁসার শব্দে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গনগুলো। সন্ধ্যায় দেবি দুর্গার আমন্ত্রণ এবং অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দুর্গা প্রতিমার আরাধনা।

পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দেবি দুর্গার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মালম্বীদের মধ্যে।

এদিকে দুগোৎসবকে কেন্দ্র কওে প্রতিটি মন্দিরে সিসি টিভি ক্যামেরা বসানো সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরে থাকছে নিজস্ব স্বেচ্ছাসেবক। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সমাপ্তির আশা আয়োজকদের।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন