সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ময়মনসিংহ মুক্তাগাছা থানায় রুজুকৃত নাবালিকাকে অপহরণ করতঃ ধর্ষন মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার করেছে।
ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ভিকটিম (১৫) মাদ্রাসায় যাতায়াতের পথে ধৃত অভিুক্ত আবুল হাসিম(২২) রাস্তায় প্রেমের প্রস্তাব সহ উত্যক্ত করতো। ভিকটিম (১৫) গত ২৪ জুলাই ২০২৫খ্রিঃ মাদ্রাসায় যাওয়ার পথে ধৃত অভিযুক্ত সহ অন্যান্য এজাহার নামীয় অভিযুক্তগন সিএনজি যোগে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলা নং-১২, তারিখ-১২ আগস্ট ২৫খ্রিঃ, ধারা-৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ রুজু হয়। মামলা রুজুর পর হতে র্যাব-১৪ ভিকটিম উদ্ধার সহ অপহরণকারীদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত অভিযুক্ত সহ ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর সহায়তায় ১২ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ১৯:২০ ঘটিকায় নরসিংদী সদর এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত আবুল হাসিম(২২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার এবং আনুমানিক ২১:১৫ ঘটিকায় একই এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা এবং ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।